Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

ব্রেকআপের পর আবারও নতুন প্রেমে মজেছেন মৌলি

এখনো দুইমাস হয়নি ব্রেকআপ হয়েছে মৌলির। এরই মধ্যে নতুন প্রেমে মজেছে সে। গত ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ব্রেকআপ করেছিল শাহারুখের সাথে। কিন্তু দুই মাসের ব্যবধানে আবার নতুন প্রেমে জড়িয়ে পড়লেন শাহীনের সাথে।

উপরিউক্ত ঘটনা কোনো বাস্তব ব্রেকআপ বা বাস্তব প্রেমের গল্প নয়। এটা পর্দার প্রেম ও ব্রেকআপ। গত ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায় শাহারুখ এবং মৌলি অভিনীত স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র অভিমানী ব্রেকআপ। এর পর আবার নতুন করে পর্দায় জুটি বেঁধেছে মৌলি এবং শাহীন

মিষ্টি মধুর প্রেমের গল্পে নির্মিত হয়েছে আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে মিউজিক ভিডিও। গানটির শিরোনাম "ধীরে ধীরে সে"। সেই গানে নতুনভাবে দর্শকের সামনে আসছেন মৌলি ও শাহীন। আগামী ১৪ই এপ্রিল (পহেলা বৈশাখে) গানটি মুক্তি পাচ্ছে।

উল্লেখ্য গানিটি মুক্তি পাবে Rainbow Multimedia র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
Channel Link: https://youtube.com/RainbowMultimedia  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন