রেইনবো মাল্টিমিডিয়া'র ব্যানারে পহেলা বৈশাখে ব্যয়বহুল মিউজিক ভিডিও নিয়ে আসছেন শাহীন এবং মৌলি। ‘ধীরে ধীরে সে’ গানের শিরোনামের মিউজিক ভিডিওতে নতুন রুপে হাজির হচ্ছেন শাহীন এবং মৌলি।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মোঃ শাহারুখ হোসেন। মিউজিক ভিডিওটি চিত্রগ্রহণ করেছে সুব্রত শর্মা।
মিউজিক ভিডিওটি সম্পর্কে ভিডিওর পরিচালক শাহারুখ বলেন,‘ধীরে ধীরে সে’ ভিডিওটি বেশ ভালো হয়েছে। খুব যত্ন নিয়ে ভিডিওটি করেছি।'
অন্যদিকে ভিডিও চিত্রগ্রাহক সুব্রত শর্মা জানায়, মিউজিক ভিডিওটি নিয়ে আমিও বেশ আশাবাদী। মিউজিক ভিডিওটি খুব যত্ন করে নির্মাতা মোঃ শাহারুখ হোসেন করেছেন।মিউজিক ভিডিওটিতে দর্শকরা নতুনত্বের ছোঁয়া পাবে। উল্লেখ্য, মিউজিক ভিডিওটি আসছে পহেলা বৈশাখে রেইনবো মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল প্রকাশিত হবে।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মোঃ শাহারুখ হোসেন। মিউজিক ভিডিওটি চিত্রগ্রহণ করেছে সুব্রত শর্মা।
মিউজিক ভিডিওটি সম্পর্কে ভিডিওর পরিচালক শাহারুখ বলেন,‘ধীরে ধীরে সে’ ভিডিওটি বেশ ভালো হয়েছে। খুব যত্ন নিয়ে ভিডিওটি করেছি।'
অন্যদিকে ভিডিও চিত্রগ্রাহক সুব্রত শর্মা জানায়, মিউজিক ভিডিওটি নিয়ে আমিও বেশ আশাবাদী। মিউজিক ভিডিওটি খুব যত্ন করে নির্মাতা মোঃ শাহারুখ হোসেন করেছেন।মিউজিক ভিডিওটিতে দর্শকরা নতুনত্বের ছোঁয়া পাবে। উল্লেখ্য, মিউজিক ভিডিওটি আসছে পহেলা বৈশাখে রেইনবো মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল প্রকাশিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন