Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

কুড়াল এর গল্প

 

জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছিল।

একটার পর একটা গাছ কাটা পড়ছিল।

পাতা ঝরছিল, ছায়া হারাচ্ছিল, পাখিরা বাসা ছেড়ে পালাচ্ছিল।

তবুও আশ্চর্যের বিষয়—

সব গাছই ভোট দিচ্ছিল কুড়ালকেই।


কারণ গাছগুলোর যুক্তি ছিল খুব সরল—

“কুড়ালের ধারটা লোহা হলেও,

এর হাতলটা তো আমাদেরই কাঠ দিয়ে বানানো।

ও নিশ্চয়ই আমাদের ক্ষতি করবে না।”


🌿 এটাই ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত।


শত্রু সব সময় বাইরে থেকে আসে না।

অনেক সময় সে আসে আমাদেরই ভাষা নিয়ে,

আমাদেরই রঙ মেখে,

আমাদেরই পরিচয় ব্যবহার করে।


গাছগুলো বুঝতে পারেনি—

কুড়ালের আসল শক্তি লোহায়,

কিন্তু সেই লোহাকে চালানোর ক্ষমতা এসেছে নিজেদের কাঠ থেকেই।

অর্থাৎ ধ্বংসের হাতিয়ার তৈরি হয়েছে ভেতরের সহযোগিতায়।


🧠 জীবনের গভীর সত্য এখানেই

যে তোমার মতো কথা বলে,

যে তোমার পরিচয় ব্যবহার করে,

সে সব সময় তোমার পক্ষে—এমন নয়।


অনেক সময় সবচেয়ে বড় ক্ষতি করে

“আমাদের লোক” সেজে থাকা মানুষগুলোই।


রাজনীতি হোক, সমাজ হোক, সম্পর্ক হোক বা পরিবার—

যখন আমরা যোগ্যতা নয়, নীতি নয়,

বরং শুধু সমগোত্রীয়তার মোহে সিদ্ধান্ত নিই,

তখন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে।


🔥 গাছেরা ভাবছিল—

“হাতল তো আমাদেরই একজন”

কিন্তু তারা ভুলে গিয়েছিল—

হাতল নিজে কিছু নয়,

সে কেবল ধারালো লোহার নিয়ন্ত্রণ দেওয়ার মাধ্যম।


আজও আমরা তাই করি—

নিজেদের সর্বনাশের চাবি

নিজেদের হাতেই তুলে দিই।


⚠️ শিক্ষা একটাই—

পরিচয় দেখে নয়,

উদ্দেশ্য দেখে বিশ্বাস করো।

কথা দেখে নয়,

কাজ দেখে সিদ্ধান্ত নাও।


নইলে একদিন দেখবে—

জঙ্গল নেই, ছায়া নেই,

শুধু পড়ে আছে কিছু গুঁড়ি আর

একটা কুড়াল…

যার হাতলটা একসময় আমাদেরই ছিল।


~ মো: শাহারুখ হোসেন

বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

এই ছবিটা খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে জীবনের এক গভীর সত্য লুকিয়ে আছে।



এই ছবিটা খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে জীবনের এক গভীর সত্য লুকিয়ে আছে।


এক পাশে বিড়াল—ছোট, নিচু জায়গায় বসে। সে জিজ্ঞেস করছে,

“কতটুকু পানি?”


অন্য পাশে জিরাফ—লম্বা, উঁচু অবস্থানে দাঁড়িয়ে উত্তর দিচ্ছে,

“বেশি না, গলা পর্যন্ত।”


কিন্তু বাস্তবতা হলো—

যেটা জিরাফের কাছে “গলা পর্যন্ত”,

সেটাই হয়তো বিড়ালের জন্য ডুবে যাওয়ার সমান।


🌊 এটাই জীবন।


একই পরিস্থিতি সবার জন্য একরকম নয়।

একই সমস্যা একজনের কাছে তুচ্ছ,

আরেকজনের কাছে সেটাই জীবন-মরণ প্রশ্ন।


যে মানুষটা উঁচু অবস্থানে আছে—

অভিজ্ঞতায়, ক্ষমতায়, অর্থে বা মানসিক শক্তিতে—

সে অনেক সময় বুঝতেই পারে না,

তার “সহজ” কথাটা অন্য কারও জন্য কতটা ভারী।


আমরা প্রায়ই বলি—

“এটা তো কিছুই না”

“এত ছোট ব্যাপারে চিন্তা কেন?”

“আমি তো পারছি, তুমিও পারবে”


কিন্তু আমরা ভুলে যাই—

সবাই একই উচ্চতায় দাঁড়িয়ে নেই।

সবার শ্বাস নেওয়ার সীমা এক নয়।

সবার সহ্য করার ক্ষমতাও এক নয়।


🧠 জীবনের শিক্ষা এখানেই

কারো কষ্টকে কখনো নিজের মাপ দিয়ে বিচার করো না।

কারো সমস্যাকে হালকা করে দেখো না।

তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সে সেখানে নেই—

এই সত্যটা বুঝতে পারলেই মানুষ হওয়া শুরু হয়।


🤍 দয়া মানে শুধু সাহায্য করা নয়,

দয়া মানে অন্যের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা।


আজ যে “পানি” তোমার গলা পর্যন্ত,

কাল সেটা তোমারও মাথার উপর দিয়ে যেতে পারে।


তাই বিচার নয়—বোঝার চেষ্টা করো।

তাচ্ছিল্য নয়—সহানুভূতি রাখো।

কারণ জীবন সবার জন্য এক গভীরতায় চলে না।

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

AI দিয়ে ভাইরাল Horror POV Video বানান 😱 | Image to Video Editing Tutori...

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

AI দিয়ে সেলিব্রেটির সাথে ছবি ও ভিডিও তৈরি করুন 😱 | Gemini AI + Grok AI ...

শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

Messenger এ Meta AI কীভাবে বন্ধ করবেন? | Message Sharing Permission OFF ...

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

চাকরিপ্রার্থীদের জন্য দারুন খবর! সব জব সার্কুলার এক জায়গায় | Job Circu...

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

AI Prompt For Ultra Realistic Profile Photo | Hyper Realistic Male Model...