এই ছবিটা খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে জীবনের এক গভীর সত্য লুকিয়ে আছে।
এক পাশে বিড়াল—ছোট, নিচু জায়গায় বসে। সে জিজ্ঞেস করছে,
“কতটুকু পানি?”
অন্য পাশে জিরাফ—লম্বা, উঁচু অবস্থানে দাঁড়িয়ে উত্তর দিচ্ছে,
“বেশি না, গলা পর্যন্ত।”
কিন্তু বাস্তবতা হলো—
যেটা জিরাফের কাছে “গলা পর্যন্ত”,
সেটাই হয়তো বিড়ালের জন্য ডুবে যাওয়ার সমান।
🌊 এটাই জীবন।
একই পরিস্থিতি সবার জন্য একরকম নয়।
একই সমস্যা একজনের কাছে তুচ্ছ,
আরেকজনের কাছে সেটাই জীবন-মরণ প্রশ্ন।
যে মানুষটা উঁচু অবস্থানে আছে—
অভিজ্ঞতায়, ক্ষমতায়, অর্থে বা মানসিক শক্তিতে—
সে অনেক সময় বুঝতেই পারে না,
তার “সহজ” কথাটা অন্য কারও জন্য কতটা ভারী।
আমরা প্রায়ই বলি—
“এটা তো কিছুই না”
“এত ছোট ব্যাপারে চিন্তা কেন?”
“আমি তো পারছি, তুমিও পারবে”
কিন্তু আমরা ভুলে যাই—
সবাই একই উচ্চতায় দাঁড়িয়ে নেই।
সবার শ্বাস নেওয়ার সীমা এক নয়।
সবার সহ্য করার ক্ষমতাও এক নয়।
🧠 জীবনের শিক্ষা এখানেই
কারো কষ্টকে কখনো নিজের মাপ দিয়ে বিচার করো না।
কারো সমস্যাকে হালকা করে দেখো না।
তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সে সেখানে নেই—
এই সত্যটা বুঝতে পারলেই মানুষ হওয়া শুরু হয়।
🤍 দয়া মানে শুধু সাহায্য করা নয়,
দয়া মানে অন্যের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা।
আজ যে “পানি” তোমার গলা পর্যন্ত,
কাল সেটা তোমারও মাথার উপর দিয়ে যেতে পারে।
তাই বিচার নয়—বোঝার চেষ্টা করো।
তাচ্ছিল্য নয়—সহানুভূতি রাখো।
কারণ জীবন সবার জন্য এক গভীরতায় চলে না।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন