Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

কুড়াল এর গল্প

 

জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছিল।

একটার পর একটা গাছ কাটা পড়ছিল।

পাতা ঝরছিল, ছায়া হারাচ্ছিল, পাখিরা বাসা ছেড়ে পালাচ্ছিল।

তবুও আশ্চর্যের বিষয়—

সব গাছই ভোট দিচ্ছিল কুড়ালকেই।


কারণ গাছগুলোর যুক্তি ছিল খুব সরল—

“কুড়ালের ধারটা লোহা হলেও,

এর হাতলটা তো আমাদেরই কাঠ দিয়ে বানানো।

ও নিশ্চয়ই আমাদের ক্ষতি করবে না।”


🌿 এটাই ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত।


শত্রু সব সময় বাইরে থেকে আসে না।

অনেক সময় সে আসে আমাদেরই ভাষা নিয়ে,

আমাদেরই রঙ মেখে,

আমাদেরই পরিচয় ব্যবহার করে।


গাছগুলো বুঝতে পারেনি—

কুড়ালের আসল শক্তি লোহায়,

কিন্তু সেই লোহাকে চালানোর ক্ষমতা এসেছে নিজেদের কাঠ থেকেই।

অর্থাৎ ধ্বংসের হাতিয়ার তৈরি হয়েছে ভেতরের সহযোগিতায়।


🧠 জীবনের গভীর সত্য এখানেই

যে তোমার মতো কথা বলে,

যে তোমার পরিচয় ব্যবহার করে,

সে সব সময় তোমার পক্ষে—এমন নয়।


অনেক সময় সবচেয়ে বড় ক্ষতি করে

“আমাদের লোক” সেজে থাকা মানুষগুলোই।


রাজনীতি হোক, সমাজ হোক, সম্পর্ক হোক বা পরিবার—

যখন আমরা যোগ্যতা নয়, নীতি নয়,

বরং শুধু সমগোত্রীয়তার মোহে সিদ্ধান্ত নিই,

তখন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে।


🔥 গাছেরা ভাবছিল—

“হাতল তো আমাদেরই একজন”

কিন্তু তারা ভুলে গিয়েছিল—

হাতল নিজে কিছু নয়,

সে কেবল ধারালো লোহার নিয়ন্ত্রণ দেওয়ার মাধ্যম।


আজও আমরা তাই করি—

নিজেদের সর্বনাশের চাবি

নিজেদের হাতেই তুলে দিই।


⚠️ শিক্ষা একটাই—

পরিচয় দেখে নয়,

উদ্দেশ্য দেখে বিশ্বাস করো।

কথা দেখে নয়,

কাজ দেখে সিদ্ধান্ত নাও।


নইলে একদিন দেখবে—

জঙ্গল নেই, ছায়া নেই,

শুধু পড়ে আছে কিছু গুঁড়ি আর

একটা কুড়াল…

যার হাতলটা একসময় আমাদেরই ছিল।


~ মো: শাহারুখ হোসেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন