এ কেমন সাপোর্টার্স??
- মোঃ শাহারুখ হোসেন
এ কেমন সাপোর্টার্স দেখছি
আমাদের এই দেশে
নোংরা ভাষায় গালিগালাজ
করছে হেসে হেসে
ব্রাজিল বলে তারা সেরা
তাদের আছে নেইমার
খেলার মাঠে একাই নাকি
করবে সে সব চুরমার
আর্জেন্টিনা বলে নাকি
তাদের আছে মেসি
পুরা মাঠে বল তার পায়ে
গোল সে দেয় বেশি
তর্কবিতর্ক করছে সব
কেনো ফেসুবুকে?
সাপোর্টার্স হয়েছে নাকি
ভুগছে অসুখে!
সাপোর্ট করবে ভালো কথা
তাতে নেই কোনো ক্ষতি
কিন্তু অন্য দলকে নিয়ে
করছো কেনো কটুক্তি?
আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে
আর করো না দ্বন্দ্ব
দয়াকরে ফেসবুকে সবাই
এসব করো বন্ধ।
- মোঃ শাহারুখ হোসেন
এ কেমন সাপোর্টার্স দেখছি
আমাদের এই দেশে
নোংরা ভাষায় গালিগালাজ
করছে হেসে হেসে
ব্রাজিল বলে তারা সেরা
তাদের আছে নেইমার
খেলার মাঠে একাই নাকি
করবে সে সব চুরমার
আর্জেন্টিনা বলে নাকি
তাদের আছে মেসি
পুরা মাঠে বল তার পায়ে
গোল সে দেয় বেশি
তর্কবিতর্ক করছে সব
কেনো ফেসুবুকে?
সাপোর্টার্স হয়েছে নাকি
ভুগছে অসুখে!
সাপোর্ট করবে ভালো কথা
তাতে নেই কোনো ক্ষতি
কিন্তু অন্য দলকে নিয়ে
করছো কেনো কটুক্তি?
আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে
আর করো না দ্বন্দ্ব
দয়াকরে ফেসবুকে সবাই
এসব করো বন্ধ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন