ব্রাজিল সেরা🇧🇷
- মোঃ শাহারুখ হোসেন
জয় পেয়েছি বাঘের মতো
বিড়ালের মতো নয়,
সব বাঁধা পেরিয়ে যাবো
করি না কোনো ভয়।
ব্রাজিল মানে সবার সেরা
একথা কেউ ভুলনা,
ব্রাজিলের সাথে করোনা
অন্য দলের তুলনা।
বিশ্বকাপ তো নেবে ব্রাজিল
দেখে নিও আবার,
ব্রাজিলেরই সাধ্য আছে
কাপ'টা হাতে পাবার।
বিশ্বকাপ বিজয়ের স্বপ্ন
সবার চোখে ঘেরা
হাজার দল থাকুক না কেন
ব্রাজিল সবার সেরা।
- মোঃ শাহারুখ হোসেন
জয় পেয়েছি বাঘের মতো
বিড়ালের মতো নয়,
সব বাঁধা পেরিয়ে যাবো
করি না কোনো ভয়।
ব্রাজিল মানে সবার সেরা
একথা কেউ ভুলনা,
ব্রাজিলের সাথে করোনা
অন্য দলের তুলনা।
বিশ্বকাপ তো নেবে ব্রাজিল
দেখে নিও আবার,
ব্রাজিলেরই সাধ্য আছে
কাপ'টা হাতে পাবার।
বিশ্বকাপ বিজয়ের স্বপ্ন
সবার চোখে ঘেরা
হাজার দল থাকুক না কেন
ব্রাজিল সবার সেরা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন