শবেবরাত - ২
~ মোঃ শাহারুখ হোসেন
---------------------
আজ সেই পবিত্র রাত
নাম তার শবেবরাত
হালুয়া রুটি করব না
এগুলো সব বেদাত
শুধু আল্লাহর দরবারে
করব ভাই ইবাদত
আল্লার কাছে চাইবো
ভালো কিছু পাইবো
সারাবছর যেন পারি
সঠিক পথে চলতে
অন্যকেও যেন পারি
হকের কথা বলতে
আল্লাহ্ দিবেন জান্নাত
পূরণ করবেন মান্নত
খোদা আমায় তৌফিক দিও
ইসলামের হাল ধরতে
তোমার হুকুম মেনেই যেন
পারি আমি মরতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন