বিয়ে যার যার বউ সবার।
বিবাহিতরা মানবেন?????
চাকরি যার যার বেতন সবার।
চাকরিজীবীরা মানবেন?????
অন্যায় যার যার শাস্তি সবার।
নির্দোষ ব্যক্তিরা মানবেন????
দোকান যার যার মাল সবার।
দোকানদারেরা মানবেন????
গাছ যার যার ফল সবার।
গাছ ওয়ালারা মানবেন??
তাহলে,
ধর্ম যার যার উৎসব সবার।
এ'কথা কেন মানবেন????
জেনে রাখুন,
ধর্ম যার যার উৎসবও তার তার।
২৩ অক্টোবর ২০১২

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন