২০২০ সাল/২০বিশ/বিষাক্ত সাল
এই বছরটি সবারই কিছু না কিছু কেড়ে নিয়েছে। অনেক পাওয়া না পাওয়ার মাঝে কেটেছে। তবুও হাজার হতাশার পর একটা আশার কথা, 'এখনও বেঁচে আছি।'
এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় 1,812,046+ মানুষ মারা গেছে। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু মহান আল্লাহ আমাদের এখনও জীবিত রেখেছেন। এটাই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
আগামী বছর যেন আল্লাহ আমাদের সবাইকে সবরকম বালামুসিবত থেকে হেফাজত করেন।
সকল কষ্ট, দুঃখ দুর্দশার যেন অবসান ঘটে। সকলের মনের নেক আশা যেন পূরণ হয়।
দুই হাজার বিশ সাল থেকে যে যেই শিক্ষা-ই পেয়েছি তা যেন স্মরণ রেখে চলতে পারি। এই বছরের করা ভুলগুলো যেন আগামী বছর পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে খেয়াল রাখবেন।
সর্বোপরি সবাই যেন আল্লাহর হুকুম পরিপূর্ণ মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
আমিন।।
~ মোঃ শাহারুখ হোসেন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন