এক মেয়ে প্রতিদিন একেকজন নতুন মেয়ের ছবি পোস্ট করে।
ওহ্ বলতে হচ্ছে, তিনি একজন লেখিকা।
তো একদিন তিনি একটা কবিতা পোস্ট করেছেন, সাথে একটা সুন্দরী মেয়ের ছবিও জুড়ে দিয়েছেন। লেখাটি আমার সামনে আসায় আমি পড়লাম এবং তাঁর কবিতার প্রশংসা করে মন্তব্য করলাম। আমাকে রিপ্লাই দিলে আমি আবার জিজ্ঞাসা করলাম, 'আপু যে মেয়েটা ছবি দিয়েছেন ওইটা কি আপনি?'
লেখিকাঃ নাহ, ভাইয়া, ওইটা আমি না।
আমিঃ ওহ আচ্ছা, তাহলে আপনার কোনো বান্ধবী?
-- নাহ, তাও না।
- তাহলে পরিচিত কেউ, নিশ্চয়ই?
-- না ভাইয়া, আমি চিনি না।
- আপনি চেনেন না? তাহলে ছবি কোথায় পেয়েছেন?
-- ফেসবুকেই পেয়েছি।
- তা উনার সাথে কথা হয়েছে? মানে যার ছবি!
-- উনাকে তো চিনি না, কথা কীভাবে বলবো!
- ওহ তা উনি কী জানেন আপনি তাঁর ছবি আপনার আইডিতে পোস্ট করেছেন?
-- আজব তো, বললাম তো উনাকে চিনি না। তাহলে সে জানবে কী করে?
- ওহ হ্যাঁ সেটাই তো। তারমানে যার ছবি তার পারমিশন ছাড়া ছবিটি নিজের লেখার সাথে ব্যবহার করছেন?
-- হ্যাঁ, পারমিশন নেওয়ার কী আছে! সবাই তো ব্যবহার করে।
- ওহ পারমিশন নেওয়ার দরকার নেই? আপনার ছবি যদি কেউ এমনভাবে তাদের টাইমলাইনে পোস্ট করতো!
-- হা হা হা, আমার ছবি তো ফেসবুকে দিইনি; তা পোস্ট করবে কী করে?
- তা কেন দেননি আপনার ছবি?
-- কেন দিবো! ফেসবুকে ছবি দেওয়া হারাম। আর আমার বাসায় জানতে পারলে খবর করে দিবে।
- ওহ আচ্ছা, ফেসবুকে ছবি দেওয়া হারাম। তা যে মেয়েটার ছবি দিছেন সেটা কি জায়েজ, হারাম নয়?
'লেখিকা চুপ রইলেন'
আমি আবার বললাম, 'আপনার ছবি দিলে হারাম আর অন্য মেয়ের ছবি নিজের লেখার সাথে তার অনুমতি ছাড়া ব্যবহার করছেন এটা হারাম মনে হলো না?? জেনে রাখুন এটা শুধু হারামই নয়, আইনত অপরাধ।'
-- আসলে কী বলবো ভাইয়া সবাই-ই তো এমন করে।
- এটা শুধু আপনাকে নয়, সবার উদ্দেশ্যে লিখছি। কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ছবি ব্যবহার অপরাধ।
-- সংগৃহীত লিখে দিলে হবে না?
- এই একটা নতুন উপায় বের করেছেন। সংগৃহীত লিখে দিলেন আর আপনার দায়িত্ব শেষ। আমার কথা হচ্ছে অন্যের ছবি দিতে হবে কেন? এতোই যখন ছবি দেওয়ার শখ তখন নিজের ছবিটা দেন না, অন্যেরটি কেন দেন?
-- আসলে ভাইয়া ঠিকই বলেছেন। এভাবে কখনো ভেবে দেখিনি। সবাই দেয় তাই আমিও দিই।
- এটাই তো সমস্যা সবাই যা করে আমাদেরকেও তা করা লাগবে? আপনার ছবি যদি সত্যি কেউ দিত, তবে আপনার ভালো লাগতো? নিশ্চয়ই না! তার বিরুদ্ধে অনেক পরিবার আছে মামলা পর্যন্ত করতো।
-- তা তো করতো, আমিও করতাম।
- হ্যাঁ সেটাই, নিজের জায়গায় অন্য মেয়েদের রেখে ভেবে দেখুন, তাদের পরিবারের কথা ভেবে দেখুন।
- হুম বুঝেছি ভাইয়া।
-- বুঝলেই ভালো, আর আপনি খুব ভালো লেখেন। তাই অন্য মেয়েদের ছবি না দিলেও পাঠক পড়বে। শুধু শুধু অন্যদের ছবি দিয়ে নিজের ব্যক্তিত্ব নষ্ট করবেন না। পারলে নিজের দিবেন অন্যথায় কারোটা নয়।
- জি ঠিক আছে।
[বিঃদ্রঃ উপরিউক্ত কথোপকথন সম্পূর্ণ কাল্পনিক ছিলো। লেখাটি সেইসব লেখক/লেখিকার জন্য, যারা মেয়েদের ছবি ব্যবহার করেন নিজের লেখাকে হাইলাইটস করার জন্য। তাদেরকে বোঝানোর জন্য লিখেছি। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।]
~ মোঃ শাহারুখ হোসেন
এই ব্লগটি সন্ধান করুন
মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
মোঃ শাহারুখ হোসেন'র লেখা
Tags
# লেখালেখি
About Shaharukh
Hello Guys I am Md. Shaharukh Hossain. A Bangladeshi Actor, Writer, Lyricist, Poet, Rhymer, Director and Content Creator. Like and Follow This Site To Get More Updates.
লেখালেখি
লেবেলসমূহ:
লেখালেখি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন