Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

ছোটোবেলা বনাম বড়োবেলা | প্রবন্ধ | মোঃ শাহারুখ হোসেন | Md. Shaharukh Hossain

ছোটোবেলা বনাম বড়োবেলা

মোঃ শাহারুখ হোসেন

যখন ছোটো ছিলাম তখনকার দিনগুলো সত্যিই চমৎকার ছিলো। মনে পড়ে আজও সেইদিনের কথা। যেদিন প্রথম, বাবার হাত ধরে স্কুলে গিছিলাম। স্কুল জীবন অনেক ভালোই ছিলো। কারণ অনেক ছোটো ছিলাম এবং বুঝতামও কম। আসলে মানুষ যখন ছোটো থাকে তখন তার চাওয়া পাওয়া গুলোও অনেক কম থাকে। কিন্তু যখন ধীরে ধীরে বড়ো হতে থাকে তখন চাওয়া পাওয়া গুলোও বাড়তে থাকে। তখন সে তার বর্তমান সময়কেই উপভোগ করতে পারে না। তাঁর একটাই কারণ, চাহিদাগুলো পূরণের জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয়।

যাইহোক, স্কুল থেকে ফিরে মাঠে ছুটে যেতাম, খেলাধুলা করতে। সারাদিন খেলাধুলা করে সন্ধ্যায় যখন বাসায় ফিরতাম, তখন সারা শরীরে ময়লা লেগে থাকতো। আম্মু অনেক বকাঝকা করে হাত-পা ধুঁয়ে ঘরে উঠতে বলতো। আমি তখন হাত-পা ধুঁয়ে ঘরে গিয়ে পড়তে বসতাম। পড়া শেষ ক'রে খেতে বসতাম, খাওয়া শেষ ক'রে দাঁত ব্রাশ ক'রে ঘুমাতে যেতাম। কিন্তু এখন?? এখন তো অনেক বড়ো হয়েছি, অনেক কিছু বুঝতে শিখেছি। তাইতো ছোটো বেলার মতো আর খাওয়া শেষে ঘুমিয়ে পড়া হয় না। সারারাত জেগে থেকে ইন্টারনেট ব্যবহার করি। ইন্টারনেট এর নেশা এখন আর ঘুমাতে দেয় না। প্রযুক্তি এসেছে আমাদের কল্যাণের জন্য। আর আমরা নিজেরাই সেটা অকল্যাণকর করে ফেলেছি। সবসময় সোশ্যাল সাইটগুলোতে অযথা সময় নষ্ট করছি। আগের মতো আর মাঠে যেয়ে খেলাধুলা হয় না, যা হয় তা মোবাইল বা কম্পিউটারে বসে গেম খেলা। এতে করে শরীর স্বাস্থ্য ঠিক না হয়ে বরঞ্চ চোখের ক্ষতি হচ্ছে। এর ফলে আমাদের ছেলে-মেয়েদের অল্প বয়সে বড়ো বড়ো চশমা পরতে হচ্ছে। ছোট বেলার কিছু স্মৃতি কখনওই ভোলার নয়....

⚄হাতগুলো জামার মধ্যে ঢুকিয়ে নিয়ে বলতাম, আমার হাত কোথায়?? আমার হাত নেই নেই।
⚄যখন বাসায় কোন আত্বীয় আসতো আগে দেখতাম খাওয়ার কী এনেছে..
⚃দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেব বলে, সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম।
⚃ভাবতাম আমি যেখানে যাচ্ছি, চাঁদটাও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে।
⚃সুইচের দুদিকে আঙুল চেপে অন্-অফ এর মাঝামাঝি ব্যালেন্স করার চেষ্টা করতাম।
⚃দু -ফোটা জল ফেলে রেস করাতাম, কোনটা গড়িয়ে আগে নীচে পড়ে।
⚃সূর্যের দিকে কে কতক্ষণ তাকিয়ে থাকতে পারে, কার আগে চোখ থেকে পানি বের হয় এটা দেখতাম। 
⚃প্রথম দাঁত ফেলার পর সেই দাঁত ইঁদুরের গর্তে ফেলতাম, আর দাঁত যদি কাঁকে দেখে ফেলে তাহলে নাকি আর কখনও দাঁত উঠবে না।
⚃বৃষ্টি হলে ছাতা না নিয়ে কচু বা কলাপাতা মাথায় দিয়ে বলতাম, দ্যাখ জল গায়ে লাগছে না।
⚃তখন আমাদের শুধু একটা জিনিসের খেয়াল রাখার দায়িত্ব ছিল, সেটা হল স্কুলব্যাগ।
⚄মাথায় মাথায় একবার গুঁতা খেলে বলতাম আরেকবার গুঁতা দে, না হলে মাথায় শিং উঠবে।
⚄ফল দানা খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম, পেটের মধ্যে এবার গাছ হবে।

আসলে ছোটোবেলার স্মৃতিগুলো অনেক মধুর ছিলো, ভাবতেই ভালো লাগে সেসব কথা। কিন্তু এখনকার যে সব স্মৃতি তৈরি হচ্ছে তা আমরা মনে রাখতে চাই না বা মনে রাখার মতো কিছুই না। এখনকার অতিবাহিত সময়গুলো শুধুই কষ্ট দেয়, এগুলো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যেতে চাই।

ছোটোবেলায় সবথেকে বেশিবার জিজ্ঞাসিত প্রশ্নটার উত্তর, আমি অবশেষে পেয়েছি- তুমি বড়ো হয়ে কী হতে চাও?
উত্তর- আবার ছোটো হতে চাই............।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন