তুমি কাকে ঠকাচ্ছ???
যে মানুষটা তোমার ভয়েস শোনার অপেক্ষায় থাকে, তাকে?
যে মানুষটা তোমার জন্য সবকিছু করতে পারে, তাকে?
যে মানুষটা তোমার কত শত ভুল ক্ষমা করে দেয়, তাকে?
যে মানুষটা তোমার সব আবদার পূরণের আপ্রাণ চেষ্টা করে, তাকে?
যে মানুষটা তোমার অসুস্থতার খবরে অস্থির হয়ে যায়, তাকে?
যে মানুষটা তোমার জন্য জায়নামাজে বসে কাঁদে, তাকে?
যে মানুষটা তোমার ব্যথায় ব্যথিত হয়, তাকে?
যে মানুষটা তোমাকে একনজর দেখার জন্য ছুটে যায়, তাকে?
যে মানুষটা তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে না, তাকে?
যে মানুষটা তোমাকে পাওয়ার জন্য সংগ্রাম করছে, তাকে?
যে মানুষটা তোমাকে হারাতে চায় না, তাকে?
যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়, তাকে?
যে মানুষটা তোমাকে জীবন সঙ্গী করতে চায়, তাকে?
যে মানুষটা তোমাকে এতো বেশি ভালোবাসে, তাকে?
তবে মনে রেখো,
কিছু মানুষ জীবনে বারবার আসে না।🖤
~ মোঃ শাহারুখ হোসেন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন