Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

গরমের তাপমাত্রা | কবিতা | শাহারুখ হোসেন |

 গরমের লাহরি বাতাসে সবুজ গাছের ছায়া,

মঙ্গল দেবে বাতাসে ফুলের জলধারা।

সূর্য জ্বলছে স্বর্গের মত প্রচণ্ড আঁধারে,

জলপূর্ণ ভিজ্ঞতা ছুঁয়ে আসে বাতাসের দারে।


পানির কান্ডার বেগে মঙ্গল দেবে মানবজাতি,

হৃদয়ে উৎসাহের জ্বালা, আঁচলে আকাশে পাতা।

গরমের তাপমাত্রা বাড়াতে থাকে নিরবধি,

হারিয়ে যায় বাঁচা জীবনের সার্থকতা।


কর্মকে বাধা দিয়ে হাঁটতে হয় চলে,

সবুজ ঘাসের চাদর মুছে ধরা তাপের তাপ।

কিন্তু এই গরমের সময়ে জল হল বিপদের প্রচণ্ড শক্তি,

জল হল জীবনের প্রাণ, সংরক্ষিত করতে হবে তার অস্তিত্ব অদৃশ্য।


জলের মূল্য সম্মান করতে হবে সবার,

গরমের তাপমাত্রা হোক একটি সতর্কতার।

জল হল জীবনের উৎস, সংরক্ষণ করতে হবে তাকে,

সৃষ্টির নিয়ম মেনে চলতে হবে সবাইকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন