কাঠবিড়ালি
~ মোঃ শাহারুখ হোসেন
কাঠবিড়ালি কাঠবিড়ালি
কোথায় তোমার বাড়ি
আমার কথা না শুনলে যাও
তোমার সাথে আড়ি
লেজটা তোমার এতো বড়
কেম্নে হলো বলো?
খেতে দেবো তো গুড়মুড়ি
আমার সাথে চলো
তোমাকে আমি খেতে দেবো
তোমার প্রিয় খাবার
ক্ষুধা লাগলে আমার কাছে
খেতে এসো আবার
খেতে দেবো যে কাঠ বাদাম
আরো দেবো তো খই
পেটটা ভরে খেতে দেবো
যদি হও আমার সই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন