কলম চলবে
- মোঃ শাহারুখ হোসেন
লিখছি বলে ভয় দেখাচ্ছো?
তাতে কোনো লাভ নাই
তোমাদের ভয়ে আমার এই
কলম থামবে না ভাই
লেখার মাঝে যতই আসুক
বাঁধা আর বিপত্তি
লিখে যাবো তবু আমি
করবো না আপত্তি
বাঁধা আর বিপত্তি
লিখে যাবো তবু আমি
করবো না আপত্তি
অন্যায়ের বিরুদ্ধে লিখবো
ধরেছি কলম তাই
ন্যায়ের পক্ষে লেখার জন্য
সকলের দোয়া চাই
ধরেছি কলম তাই
ন্যায়ের পক্ষে লেখার জন্য
সকলের দোয়া চাই
আমার লেখা বন্ধের জন্য
যে যা পারে বলবে
অন্যায়ের বিরুদ্ধে ঠিকই
আমার কলম চলবে
যে যা পারে বলবে
অন্যায়ের বিরুদ্ধে ঠিকই
আমার কলম চলবে


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন