পাখি
- মোঃ শাহারুখ হোসেন
আল্লাহ্র কী অপরূপ সৃষ্টি
দারুণ সুন্দর পাখি
দেখলেই যেন জুড়িয়ে যায়
আমার দুটি আঁখি
ঠোঁট দেখতেও দারুণ সুন্দর
নানান রঙে ঘেরা
সারাদিন খাবার খেয়ে তার
নিজের বাসায় ফেরা
চোখ দুটি তার এতো সুন্দর
দেখলে লাগে মায়া
সেই সাথে বানিয়েছে খোদা
কী অপরূপ কায়া!
সৃষ্টিকর্তার অশেষ কৃপা
পাখি সৃষ্টির জন্য
সুন্দর এসব পাখি দেখি
হই যে আমরা ধন্য
-(সংক্ষেপিত)
- মোঃ শাহারুখ হোসেন
আল্লাহ্র কী অপরূপ সৃষ্টি
দারুণ সুন্দর পাখি
দেখলেই যেন জুড়িয়ে যায়
আমার দুটি আঁখি
ঠোঁট দেখতেও দারুণ সুন্দর
নানান রঙে ঘেরা
সারাদিন খাবার খেয়ে তার
নিজের বাসায় ফেরা
চোখ দুটি তার এতো সুন্দর
দেখলে লাগে মায়া
সেই সাথে বানিয়েছে খোদা
কী অপরূপ কায়া!
সৃষ্টিকর্তার অশেষ কৃপা
পাখি সৃষ্টির জন্য
সুন্দর এসব পাখি দেখি
হই যে আমরা ধন্য
-(সংক্ষেপিত)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন