পেঁয়াজ ইস্যু
- মোঃ শাহারুখ হোসেন
পেঁয়াজ নিয়ে কেন বলো
এতো মাতামাতি?
পেঁয়াজ যেন হয়ে গেছে
লাখ টাকার হাতি।
পেঁয়াজ ছাড়া চলবে না আর
কোনো রান্নাবান্না
পেঁয়াজ না পেলে বউ এবার
জুড়বে বসে কান্না
বাড়িতে আর হাট বাজারে
টপিক হলো পেঁয়াজ
এতো দাম! কিনবো কী করে?
শুরু হলো কাওয়াজ
ভারত আর পেঁয়াজ রপ্তানি
করবে না এ দেশে
বাংলাদেশের মানুষ এখন
আছে বেহাল বেশে
সবার মাঝে চিন্তা একটাই
পেঁয়াজ পাবো কোথায়?
এতো দামে কিনতে গেলে
টাকা ফুরিয়ে যায়।
এতো শত ভেবে মোদের
কোনো লাভ নাই
এর থেকে বেরিয়ে আসার
উপায় যে একটাই
আমাদের দেশের উৎপাদন
বাড়াতে হবে আরো
চাষীদের প্রশিক্ষণ দেয়ার
চিন্তা কী আছে কারো?
মধ্যস্বত্বদের দৌরাত্ম
হ্রাস করা যে চাই
তা না হলে পেঁয়াজের দাম
কমার উপায় নাই
ভারতের উপর নির্ভরশীল
আর হওয়া লাগবে না
ঘাটতির চাহিদা মিটলে আর
ভয় মনে জাগবে না
ধরতে হবে ধৈর্য ধারণ
করতে হবে আইন
অতিরিক্ত দামে বিক্রয়
করলে হবে ফাইন
তবেই কমবে পেঁয়াজের দাম
মিলবে সবার মুক্তি
পেঁয়াজ ইস্যু নিয়ে এতো
দিতে হবে না যুক্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন