- মোঃ শাহারুখ হোসেন
আজ সেই ভালোবাসা দিবস
চৌদ্দই ফেব্রুয়ারি
প্রেমের নামে ঘুরবে সবাই
হয়ে যে ফেরারি
সারাবছর ভালোবাসার
দেখা নাহি মেলে
ভালোবাসা বাড়ে তাদের
আজকের দিনটা এলে
এই দিনের জন্য কতজন
অপেক্ষাতে থাকে
মনে মনে ভালোবাসার
রঙিন ছবি আঁকে
কতরকম আয়োজন যে
আজকের দিনকে ঘিরে
ছেলেমেয়ে ডেটিং সেরে
রাতে বাসায় ফিরে
মা বাবা যে খোঁজ রাখেনা
সন্তান কোথায় যাচ্ছে
তাইতো তারা এতো কিছু
করার সাহস পাচ্ছে
অনেক বেশি পাপকার্য যে
আজকের দিনেতে হয়
সবাইকে তাই রুখতে হবে
পেলে হবে না ভয়
অজ্ঞতা আমাদের মাঝে
হচ্ছে বেশি লালন
মুসলিম হয়ে করছি আমরা
এসব দিবস পালন
ভালোবাসার নামে যারা
করছো অপকর্ম
এ দিবস পরিহার করে
মানো আপন ধর্ম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন