শবেবরাত
~ মোঃ শাহারুখ হোসেন
আল্লাহ্ তুমি এই দুনিয়ার
সবাইকে করো কবুল
সামনে আসছে পবিত্র রাত
তারই জন্য মন ব্যকুল
তোমার খুবই প্রিয় রাত্রি
নাম তার'ই শবেবরাত
আমরা যেন করতে পারি
সঠিকভাবে ইবাদত
তোমায় যেন করতে পারি
ইবাদতে সন্তুষ্ট
আমাদের প্রতি হইও না
কখনো অসন্তুষ্ট
তোমার ফয়সালা যেন হয়
আমাদের জন্য ভালো
দেখতে দিও খোদা মোদের
তোমার ওই নূরের আলো
গুনাহ ক্ষমা করলে হবে
অনেক বড় পাওয়া
জান্নাত যেন হয় ঠিকানা
এটাই মোদের চাওয়া
জান্নাত বাসী হতে পারলে
জীবন হবে সার্থক
তা না হলে জীবন হবে
বৃথা আর অনর্থক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন