কেন এমন লুকোচুরি
কী বা এর কারণ
কেন আমরা বাইরে ঘুরছি
শুনছি না বারণ
সারাবিশ্ব করোনাতে
নাজেহাল যখন
আমরা কীভাবে বাহিরে
ঘুরছি সব তখন!
সবার মতো আমাদেরও
হবে ঠিক মরণ
তবুও খোদাতায়ালা কে
হয় না কী স্মরণ!
সময় থাকতে ফিরে এসো
ইসলামের পথে
ইবাদত করো জান্নাত চাও
চলো না বিপথে
রক্ষা করবেন তিনি মোদের
এই বিপদ থেকে
খুশি যদি করতে পারি
খোদা কে ডেকে
~ মোঃ শাহারুখ হোসেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন