ছোট্ট মামা আয়াত
~ মোঃ শাহারুখ হোসেন
____________________
ছোট্ট সোনা চাঁদের কণা
মিষ্টি একটা মেয়ে
মা-বাবা তো অনেক খুশি
এমন কন্যা পেয়ে
ছোট্ট মামা গায়ে জামা
দেখতে লাগে ভালো
দুষ্টু মিষ্টি মামা আমার
যেন চাঁদের আলো
ছোট্ট খুকি দিচ্ছে উঁকি
সবার মনের মাঝে
বাহানা তার অনেক বেশি
সকাল সন্ধ্যা সাঝে
ছোট্ট জাদু মুখে মধু
কথা বলে যখন
অপলক চোখে তাকিয়ে
থাকি মোরা তখন
ছোট্ট আয়াত বেশি হায়াত
দিও আল্লাহ ও'কে
সবার মুখ'টা উজ্জল করে
বেঁচে থাকুক সুখে
[আজ ১৮-ই আগস্ট আমার ছোট্ট মামা'টার জন্মদিন। অনেক অনেক স্নেহ ও ভালোবাসা রইলো। আল্লাহ যেন মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। জীবন পথে অগ্রগামী হতে পারে। (আমিন)]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন