এমন একটা বিকেল বসে থাকতে ইচ্ছে করে
যেমন ইচ্ছে করে,
সূর্যমুখী ফুলের ভিতরে তোমার হাসি দেখতে।
কিংবা কোনো এক পদ্ম পুকুরে তোমার পায়ের নুপুরে
জলের সাথে খেলা করা,
অথবা গাঁয়ের মেঠোপথ ধরে তোমার ছুটে চলা।
এমন একটা বিকেল বসে থাকতে ইচ্ছে করে
যেমন ইচ্ছে করে,
হলুদ শাড়ির আচলে তোমার উষ্ণ অভ্যর্থনা।
কিংবা আলতো ভেজা চুলে একরাশ ঝরে পড়া জলে
তোমার মুখের আদল দেখা,
অথবা ঠোঁট বাকিয়ে তারাদের সাথে কথা বলা।
এমন একটা বিকেল বসে থাকতে ইচ্ছে করে
যেমন ইচ্ছে করে,
ছাদের কার্ণিশে দাঁড়িয়ে ফুলের টবে পানি দেয়া।
কিংবা খরস্রোতা নদীর বুকে ভেসে চলতে মহাসুখে
কোনো শান্ত প্রকৃতির খোঁজে,
অথবা পাহাড়ের ঝর্ণার মতো তোমার নৃত্য করা।
এমন একটা বিকেল বসে থাকতে ইচ্ছে করে
যেমন ইচ্ছে করে,
তোমার হাতে হাত রেখে একটি দিনের মৃত্যু দেখতে।
কিংবা জোনাকিদের সাথে কোনো জ্যোৎস্নাময় রাতে
তোমায় একটু কাছে পেতে,
অথবা ভোরের পাখির মতো তোমার গান ধরা।
~ মোঃ শাহারুখ হোসেন


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন