আর কত ধর্ষণ দেখতে হবে আমাদের?
কোন সমাজে আমরা করছি বসবাস,
এ কেমন সমাজ?
যে সমাজে ধর্ষণ নিয়ে করে উপহাস।
যে সমাজে মেয়েরা পাইনা নিরাপত্তা,
একা পথে চলতে ভয়ে কাঁপে আত্তা।
সাত বছরের মেয়েকেও ধর্ষিত হতে হয় মায়ের সামনে,
বোরখা পরেও ধর্ষিত হতে হয় খাদিজার মতো মেয়েকে।
স্বামীর সামনে ধর্ষিত হতে হয় নিরুপায় স্ত্রী'কে।
শিক্ষকের কাছে ছাত্রী, বাস চালকের কাছে যাত্রী;
আজ কারো কাছে, কারো সাথে, কোনোখানে নয়
মেয়েরা নিরাপদ।
সবখানে এই মানুষরূপী ধর্ষক আছে, কমছে না যে এদের উৎপাত।
আর কত ধর্ষণ?
এর বিরুদ্ধে কি পারিনা আমরা সোচ্চার হতে?
এদেরকে কি পারিনা উপযুক্ত শাস্তি দিতে?
এদের কি কোনো আদালতে বিচার হবে না?
এই ধর্ষকের কি কোনো শাস্তি হবে না?
এরা কি এভাবেই সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে?
এরা কি এভাবেই ধর্ষণ করে পার পেয়ে যাবে?
আর কত ধর্ষণ?
হে যুবকেরা তোমরা এগিয়ে আসো।
এই সকল নরপশুদের শাস্তি একমাত্র
তোমরাই দিতে পারবে।
আর চুপ করে ঘরে বসে থেকো না, এদেরকে সমাজ থেকে উপড়ে ফেলে দাও।
মা, বোনদের নিরাপদে চলার মতো সমাজ গড়ে দাও।
না হলে তো এই সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে।
সেই জাহেলিয়াত এর যুগের মতো হয়ে যাবে।
নারীদেরকে রক্ষা করতে এগিয়ে আসো তোমরা।
আর কত নিস্তব্ধ, অসাড় হয়ে দেখবে চেয়ে চেয়ে?
আর কত ধর্ষণ হতে দেবে এই সমাজে??
যাদের পেটে জন্ম হলো হায়! আজ তারাই হচ্ছে ধর্ষণ
সেইদিন আর বেশি দূরে নেই,
যেইদিন এই ধর্ষকের উপর খোদার গজব হবে বর্ষণ।
এই দুনিয়ার শাস্তি থেকে এরা রেহাই পেলেও,
কেয়ামতের দিন পড়বে ধরা।
সেদিন হবে সঠিক বিচার, মনে রেখ-
আল্লাহর আজাব অনেক কড়া।।
___আর কত ধর্ষণ??___
~ মোঃ শাহারুখ হোসেন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন