আজকে একুশে অক্টোবর
আমার জন্মদিন
এই দিন ভবে এসেছিলাম
ঘর করে রঙিন
মায়ের কোল ভরিয়ে দিতে
এসেছিলাম ঘরে
সবাই খুশি হয়েছিলেন
আমায় দেখার পরে
আব্বু আমায় ভালোবেসে
শাহারুখ দিলেন নাম
আম্মু আমায় আদর করে
করতে দিতেন না কাম
জীবন যেন নষ্ট না হয়
মদ কিংবা তামাকে
মা-বাবা তাই সঠিক পথে
রাখেন যে আমাকে
যাদের জন্য এসেছিলাম
আমি এই ভুবনে
তৌফিক দিও আল্লাহ আমায়
রাখি যেন মনে
জন্মদিনে আল্লাহ তোমায়
করছি আমি স্মরণ
আমলনামা তৈরির আগে
দিও না'কো মরণ
___আমার জন্মদিন___
~ মোঃ শাহারুখ হোসেন


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন