Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২১ অক্টোবর, ২০২০

আজ আমার জন্মদিন | Aaj Amar Jonmodin | Birthday Story | মোঃ শাহারুখ হোসেন | Md. Shaharukh Hossain


আলহামদুলিল্লাহ

আজ আমার জন্মদিন!


আজকের এই তারিখে আমি এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলাম। আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি জানাই লাখো কোটি শুকরিয়া। এরপর সশ্রদ্ধ সালাম ও চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি প্রাণ প্রিয় আব্বু আম্মুর প্রতি, যাদের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন।


ইতিমধ্যে অনেকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে। জীবনে চলার পথে হয়তো অনেক ভুলত্রুটি হয়েছে। অনেকে হয়তো আমার কাছ থেকে কষ্ট পেয়েছেন। সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।


আজকের সেইদিনে কতো খুশি হয়েছিলেন আমার পরিবার। আমার জন্মের সাথে যেন সবার মনে খুশির ঝলক নিয়ে এসেছিলো। আমার হামাগুড়ি দিয়ে চলা, প্রথম কথা বলা; আম্মু আব্বুর জন্য আনন্দের মুহূর্ত ছিলো। আমাকে নিয়ে তাদের মনে কতো স্বপ্নের জন্ম হয়েছিলো। আজ শৈশব, কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেছি। জীবনে চলার পথে ছোট বড় কতো নতুন গল্পের জন্ম হয়েছে।


আমি আমার জন্মদিনে কোনো গিফট পাই না, কারো কাছ থেকে ফুলের তোড়ার শুভেচ্ছাও পাই না! তারপরও আমি সারাদিন নিজের মতো করে ভালো থাকি। জন্মানোর এই তারিখটা সবারই যেন প্রিয় হয় এবং আমারও ব্যতিক্রম নয়। সবকিছু মিলিয়ে এই দিনে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে।


জীবনের বেঁধে দেওয়া সময় থেকে কমে গেলো আরো একটি বছর। মৃত্যুর দিকে এগিয়ে গেলাম আরো এক ধাপ। আফসোস! জীবন থেকে কতো দিন, মাস, বছর পেরিয়ে গেছে। কতো আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছি। যে উদ্দেশ্যে আল্লাহ আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন তার কিছুই করতে পারিনি।

তাই বাকি জীবন যেন আল্লাহর পথে চলতে পারি এবং আল্লাহর সব হুকুম মেনে জীবন পথে অগ্রগামী হতে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। [আমিন।]


~ মোঃ শাহারুখ হোসেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন