কোথায় আছো,
কেমন আছো,
কিছুই জানিনা।
কাছে এসে,
ভালোবেসে,
বলতে পারো না?
ভুলে গিয়ে,
দূরে গিয়ে,
আছো কী সুখে?
আমি একা,
পাই না দেখা,
আছি যে দুখে।
মনের কথা,
দিলে ব্যথা,
সইতে পারি না
ভালো থেকো,
সুখে থেকো,
কিছুই বলবো না।
____ভালো থেকো____
~ মোঃ শাহারুখ হোসেন


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন