বসন্ত যে এলো আবার
শীতের আমেজ শেষে
প্রকৃতি দেখো সেজেছে
কী অপরূপ বেশে!
গাছে গাছে সবুজ পাতায়
আবার যাচ্ছে ছেয়ে
গাছেরা সব সজীব হচ্ছে
নতুন পাতা পেয়ে
নানা রকম ফুলের গন্ধে
প্রকৃতি মুখরিত
আমের গাছে নতুন মুকুল
গন্ধে সুরভিত
কোকিল গাছে মিষ্টি সুরে
কুহুরবে ধরবে গান
ফাগুনের এই উষ্ণ ছোঁয়ায়
জুড়াবে সবার প্রাণ
❑
বসন্ত এলো | ২২ ফেব্রুয়ারি ২০১৮
~ মোঃ শাহারুখ হোসেন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন