Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

এ আমরা কেমন মানুষ | মোঃ শাহারুখ হোসেন

 

এ আমরা কেমন মানুষ?

অন্যের ব্যথায় ব্যথিত না হয়ে

উল্লাসে মেতে উঠি!

এ আমরা কেমন মানুষ?

অন্যের আনন্দে খুশি না হয়ে

হিংসাতে জ্বলে উঠি!


এ আমরা কেমন মানুষ?

অন্যের শান্তি কেড়ে নেয়ার জন্য

সারাক্ষণ চেষ্টায় থাকি।

এ আমরা কেমন মানুষ?

অন্যকে দুঃখ দিয়ে, নিজেরা-

হৃদয়ে স্বপ্ন আঁকি।


এ আমরা কেমন মানুষ?

স্বার্থের জন্য নিজেরা নিজেরা

করি প্রতিহিংসার লড়াই।

এ আমরা কেমন মানুষ?

ক্ষমতার দাপটে করছি সবে

দুনিয়ায় এতো বড়াই!


এ আমরা কেমন মানুষ?

দুর্বলের প্রতি অত্যাচার করে

ভালো মানুষ'টা সাজি।

এ আমরা কেমন মানুষ?

অর্থের লালসে মনুষ্যত্বকে

বিক্রি করতে হই রাজি।


এ আমরা কেমন মানুষ??

~ মোঃ শাহারুখ হোসেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন