Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

বাবা ছেলের দ্বন্দ্ব | বিশ্বকাপের ছড়া | মোঃ শাহারুখ হোসেন

বাবা করে আর্জেন্টিনা
ছেলে করে ব্রাজিল।
বাবা ছেলের মাঝে তাইতো
সাপোর্ট নিয়ে অমিল।

ছেলে বলে- 'আমরা সেরা'
কাপ নিবে ব্রাজিল।
বাবা বলে- দেখিস শেষে,
করবো আমরাই চিল।

বাবা বলে- মেসি সেরা
ছেলে বলে- নেইমার।
ব্রাজিল যে সেভেন আপ খেলো
মনে নেই কী সেইবার?

ছেলে বলে-। তোমরাও তো
কম খাওনি গোল
তারপরও তোমাদের কমে না
মুখে এতো বোল!

বিশ্বকাপ নিয়েছি পাঁচবার
তোমরা নিছো ক'বার?
তোমাদের দৌড় কতটুকু
জানা আছে সবার।

বাবা বলে- দেখো বাছা
বেশি বাড় বেড়ো না
পাঁচবার তোমরা কাপ নিয়েছো
এই চাপা ছেড়ো না

সারাক্ষণ মুখে এক কথা
পাচঁবার নিয়েছি কাপ।
পারলে এবার নিয়ে দেখাস
মানবো তোদেরকে বাপ!

ছেলে বলে- 'ব্রাজিল, ফাইনাল-
খেলেছে সাত বার।'
চার বার তোমরা ফাইনাল খেলে
তুলনা করো কার?

সব দিকে তো ব্রাজিল সেরা
নেবে আবারো কাপ
চোখ মেলে তাকিয়ে দেখো
এবারের বিশ্বকাপ।

কাপ নেবে না মেডেল নেবে
দেখবো সময় হলে
সবার আগে হেরে ব্রাজিল
যাবে বাড়ি চলে।

তোমায় আজকে ছেড়ে দিলাম
নেহাত তুমি বাপ।
তা না হলে পালটে দিতাম
মেরে মুখের ছাপ।

বাবা বললো- কী বললি তুই,
এত্ত বড় কথা??
ছেলে হয়ে দল নিয়ে আজ,
দিলি মনে ব্যথা!

এভাবেই তো তর্কাতর্কি
চলবে সারা মাস।
তারপরও যে বাবা ছেলের
এক বাড়িতে বাস।

বিশ্বকাপের সাপোর্ট নিয়ে
বাবা ছেলের দ্বন্দ্ব।
চলতে থাকবে সারাজীবন
হবে না আর বন্ধ।

বাবা ছেলের দ্বন্দ্ব | বিশ্বকাপের ছড়া
~ মোঃ শাহারুখ হোসেন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন