Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

বিজয়ের মাস | Bijoyer Mash | কবিতা | Kobita | মোঃ শাহারুখ হোসেন | Md. Shaharukh Hossain

 

কত রক্তের বিনিময়ে

পেয়েছি এই বিজয়,

অপশক্তির কাছে আমরা

মানিনি পরাজয়।


ত্রিশ লক্ষ শহীদের রক্তে

স্বাধীন হয়েছে দেশ,

প্রাণ দিয়ে করেছে তারা

পাক বাহিনীদের শেষ।


লাল-সবুজের পতাকাটি

উড়ছে দেখো চেয়ে!

গর্বিত আজ এমন স্বাধীন

সোনার বাংলা পেয়ে।


নিজের দেশকে ভালোবাসি

করতে পারি বড়াই,

স্বাধীনতার জন্য আমরাই

করেছিলাম লড়াই।


আজ সকল শহীদের প্রতি 

কৃতজ্ঞতা জানাই,

ত্যাগের এমন দৃষ্টান্ত ঠিক

অন্য কোথাও নাই।


বিজয়ের এই মাসে এসো

প্রতিজ্ঞা করি তাই,

নিজের দেশের উন্নয়নে

কাজ করবো সবাই।

বিজয়ের মাস | ১৬-ই ডিসেম্বর ২০১৭ইং

~ মোঃ শাহারুখ হোসেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন