Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২০ মার্চ, ২০২৩

নিউরনে বার্তা আসেনি | কবিতা | মোঃ শাহারুখ হোসেন |

আমার মস্তিষ্কের ১০ বিলিয়ন নিউরন

শুধু তোমার বার্তা বহন করে

তোমার বার্তা না পেলে হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়।

জীবদ্দশায় হৃৎপিণ্ডের ২৬০০ মিলিয়ন স্পন্দন-

একমুহূর্তে বন্ধ হয়ে যায়।


মস্তিষ্কের ক্যানভাস জুড়ে তোমার অনুপস্থিতির মিছিল শুরু হয়।

১২ সে.মি. দৈর্ঘ্যের হৃৎপিণ্ডটা সংকুচিত হয়ে যায়।

আমার ধমনী তার রক্ত সংবহন বন্ধ করে দেয়।

পুরো শরীর যেন আমার বিপরীতে চলে যায়।

তোমার বার্তা না পেলে শরীরের প্রতিটি অংশ

আমাকে মৃত্যুর দিকে ধাবিত করতে এক হয়।


আমি চাই তোমার বার্তা আমার নিউরনে পৌঁছাতে,

যেন আমার মস্তিষ্ক সুস্থ থাকে।

তোমার প্রতিটা বার্তা আমাকে যেন আরও

একটা দিন বাঁচতে অনুপ্রেরণা জোগায়।

এই শেষ সম্বলটুকু তুমি ছিনিয়ে নিও না।

আমাকে বার্তা দিও, যেখানেই থাকো, যেভাবেই থাকো।

কারণ তুমি আমার বেঁচে থাকার একমাত্র সম্বল।


কিন্তু হঠাৎ-ই একদিন তোমার বার্তা আসা বন্ধ হয়ে গেল।

কী কারণে ঠিক জানি না! কেন বার্তা আসেনি!

কেন এমনটা করলে? কেন বার্তা দিলে না?

তোমার বার্তা আমার নিউরনে আসেনি। আর তাই,

আমার মস্তিষ্ক, আমার হৃৎপিণ্ড, আমার পুরো শরীর-

আমাকে মৃত্যুর কোলে ঢেলে দিলো।

নিউরনে বার্তা আসেনি

মোঃ শাহারুখ হোসেন

১৮ নভেম্বর ২০২০ ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন