Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

বিবাহ বন্ধন | Bibaho Bondhon | বিবাহ বার্ষিকী নিয়ে কবিতা | মোঃ শাহারুখ হোসেন

 


প্রেমের যত শব্দ, আছে যত ভাষা,
দুটি মনের মিলনে হলো ভালোবাসা।
বিবাহের প্রথম বছর, এই আলোচনা।
সময় পেরিয়ে যায়, স্মৃতি যায় না!

ভালোবাসার বাণী, মুখোমুখি কথা,
আমাদের প্রেম, এক সুতো-ই গাঁথা।
জীবনের পথে, এগিয়ে যেতে ছুটি,
দুজনে একসাথে, কত করি খুনসুটি।

বিবাদ আসতে পারে, আসবে বাধা,
বিবাহিত জীবন মানেই গোলকধাঁধা।
তবু মায়ার বাঁধনে বেঁধে আছি, থাকব।
সারাজীবন এভাবেই আগলে রাখব।

বিবাহের প্রথম বছর, কীভাবে যে কাটে!
জীবনের নতুন অধ্যায় লেখা হৃদয়পটে।
সাথে থাকা, পাশে থাকা, দূরে যাওয়ার নয়,
প্রার্থনা, "পবিত্র এই বন্ধন ছিন্ন যেন না হয়।"

বিবাহ বন্ধন | ০৯ সেপ্টেম্বর ২০২৩ ইং
~ মোঃ শাহারুখ হোসেন

আলহামদুলিল্লাহ বিবাহিত জীবনের এক বছর পুর্ণ হলো। সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা, এভাবেই সারাজীবন একসাথে থাকতে চাই, বাকি পথ চলতে চাই।❤️ ছন্দে কাব্যে প্রিয় মানুষের জন্য লেখাটি উৎসর্গঃ করলাম Sharmin 💞👩‍❤️‍👨


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন