যশোরের রাস্তা
~ মোঃ শাহারুখ হোসেন
বাংলাদেশের প্রথম জেলা
যশোর তার নাম
বলতে এখন লজ্জা লাগে
কি বলব আর বদনাম
যশোরের ছেলে আমি
রাস্তা নিয়ে বলব কথা
চলার মত নাইরে জানি
বলতে গেলে লাগে ব্যথা
যশোরেরই রাস্তা ঘাটের
কি বলব আর অবস্থা
এমপি মন্ত্রী দেখছে বসে
নিচ্ছে না কোনো ব্যাবস্থা
রাজারহাট টু মনিহার
কি দূরাবস্থা রাস্তাটার
মিটিং মিছিল যা দরকার
করতে হবে অতি সত্ত্বর
যাত্রীদের যাতায়াতে
কি যে হচ্ছে ভোগান্তি
যশোরের এই মানুষের
মিলবে কবে প্রশান্তি
ইমারজেন্সি রোগী যদি
নিতে চাও যশোরে
পারবা না পৌছাতে
সঠিক সময়ে সদরে
এই যদি হয় মহাপথ
কি করে করব যাতায়াত
যেতে গেলে যশোরে ব্যস্ত
সুস্থ মানুষও হবে অসুস্থ
আমরা সবাই যশোর বাসি
করতে চাই একটি দাবি
যশোরের এই রাস্তাটার
ঠিক করা অতি দরকার
ভাংগা রাস্তার কারনে
বাড়ছে অনেক জ্যাম
মাঝে মাঝে দূর্ঘটনায়
পড়ছে অনেক ম্যাম
যশোরেরই রাস্তার জন্য
কষ্ট পাচ্ছে যাত্রি
তাইতো তাদের ঘরে ফিরতে
হচ্ছে এখন রাত্রি।
মাননীয় মন্ত্রীর কাছে
করছি দাবি একটা
অতি শিঘ্রই ঠিক করেন
যশোরের এই রাস্তাটা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন