শীত এলো
~ মোঃ শাহারুখ হোসেন
শীত এলো প্রকৃতিতে
লাগলো শীতল হাওয়া
শীতের সেই পিঠা পুলি
হবে আবার খাওয়া।
শীতের সেই মিষ্টি সকাল
আবার এলো ফিরে
খেজুরের সেই মিষ্টি রসে
মনটা যাবে ভরে।
নরম সবুজ ঘাসের বুকে
শিশির বিন্দুর জল
পাহাড়ের সেই ঝর্ণা যেমন
অথৈ পানির ঢল।
মাঠে মাঠে যাবে দেখা
হলুদ শস্য ফুল
কি অপরুপ দৃশ্যপট
মন হয় ব্যাকুল।
শীত মানে পিঠাপুলি
খেজুর গুড়ের স্বাদ
শীত মানে প্রকৃতির মেলা
ভাঙবে খুশির বাঁধ।
সবুজ শাক সবজি আবার
যাবে বাজারে পাওয়া
কষ্ট শুধু শীত বেশি
আর ঠান্ডা জলে নাওয়া।
শীতের দিনে খাওয়া দাওয়ায়
পড়ে অনেক ধুম
পড়া লেখা ছেড়ে দিয়ে
দিচ্ছি এখন ঘুম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন