স্মৃতি
- মোঃ শাহারুখ হোসেন
স্মৃতিরা আজ দল বেঁধেছে
মনের গহীন কোণে
হৃদয়কে করছে অসুস্থ
পোড়াচ্ছে প্রতিক্ষণে
অনুভূতিরা হচ্ছে নিরব
শরীর হচ্ছে ক্লান্ত
অপ্রাপ্তির অসুখ আমাকে
করেছে যে শান্ত
স্মৃতির শহর জুড়ে আছে
বেদনা শতভাগ
স্মৃতির মিছিলে হারিয়ে
বেড়েছে মনে দাগ
মিটবে না এই হৃদয়ের দাগ
থাকবে আজীবন
আমৃত্যু তো করতে হবে
স্মৃতির আলাপন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন