Welcome To My Official Blog Site

নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। আর কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন www.facebook.com/ShaharukhOfficial

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

তুহিনের লাশ | Tuhin-Er Lash | কবিতা | Kobita | মোঃ শাহারুখ হোসেন | Md. Shaharukh Hossain

তুহিনের লাশ
- মোঃ শাহারুখ হোসেন

সুনামগঞ্জের ছেলে তুহিন
বয়স পাঁচ বছর
কদম গাছে ঝুলছে ওর লাশ
কী করে করি সবর

কী বুঝতো সে এই বয়সে
কার করেছে ক্ষতি?
কোন দোষে ওর হলো মৃত্যু
কে করলো এই গতি?

কার পাপের সাজা ওকে
পেতে হলো বলো
কেমন সমাজের মানুষ ওরা
একটু জানি চলো

চতুষ্পদ জন্তুর চেয়েও
ওরা হলো নিকৃষ্ট
জাহেলিয়াতের যুগ বোধহয়
ছিলো বেশি উৎকৃষ্ট

কী করে এই নৃশংস কাজ
করতে পারে মানুষ?
ওদের কী নেই মানবতা
না হারিয়েছে হুশ!

কী নির্মমভাবে তুহিনকে
করেছে হায় খুন!
ওরা হলো আরেক কাফের
নমরুদ ফেরাউন

পুরুষাঙ্গ আর দুইটা কান
দিয়েছে ওর কেটে
তারপর আবার দুইটা ছুরি
ঢুকিয়েছে পেটে

মনুষ্যত্বহীন মানুষদের
বলার কী আছে আর!
এই সমাজে জঘন্য কাজ
হচ্ছে যে বারংবার

তুহিনের লাশ সাক্ষী থাকবে
হবে একদিন বিচার
বন্ধ হবে এই সমাজের
অন্যায় ও অত্যাচার

তৈরি হবে বাংলাদেশে
নতুন এক ইতিহাস
দেশ ও জাতিকে নিয়ে কেউ
করবে না পরিহাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন