আবরার হত্যা
- মোঃ শাহারুখ হোসেন
বুয়েটের মেধাবী ছাত্র
আবরার ফাহাদ
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে
পড়লো মরণ ফাঁদ
সন্দেহের'ই বসে তাকে
ডেকে করলো খুন
পাপাত্মা পাপিষ্ঠ ওরা
দেখলো না দোষ গুণ
কতো নির্মম বর্বর ওরা
কাঁপলো না হৃদয়
মন থেকে কী উঠে গেছে
আখিরাতের ভয়!
আবরার ফাহাদকে পিটিয়ে
খুন করলো যারা
মানুষ নামের পাপিষ্ঠ আর
জাহান্নামি তারা
এমন দেশে এখন আমরা
বাস করছি ভাই
যে দেশে বাক স্বাধীনতা
একেবারে নাই
এসব দেখেও আমাদের
কিছু করার নাই
নির্বাক দর্শকের ভূমিকা
পালন করছি তাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন