ওহে ধর্ষক!
তুমি কাকে ধর্ষণ করছো??
তুমি যাকে ধর্ষণ করছো, তুমি কী তাকে চেনো?
তুমি কী জানো? তাকে কে জন্ম দিয়েছে!
ওহে ধর্ষক!
তুমি কাকে ধর্ষণ করছো?
তুমি যে ধর্ষণ করছো, তুমি কী তোমাকে জানো?
তোমাকে কে জন্ম দিয়েছে!
তোমাকে (ধর্ষক) ওই মেয়েকে (ধর্ষিতা) কোনো না কোনো নারী-ই জন্ম দিয়েছে।
আফসোস!
তুমি সেই নারীকেই ধর্ষণ করছো।
সেই নারীর-ই সতীত্ব নষ্ট করছো।
নারী জাতির এই একটাই কষ্টঃ-
ধর্ষক এবং ধর্ষিতা উভয়কেই পেটে ধরতে হয়।
নারী যদি জানতে পারতেনঃ-
একদিন তার ছেলে ধর্ষক হবে অথবা তার মেয়ে ধর্ষণ হবে, তাহলে হয়ত কোনো নারী "মা" হতে চাইতেন না।
সারাজীবন নিঃসন্তান হয়ে জীবন কাটিয়ে দিতেন।
~ মোঃ শাহারুখ হোসেন


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন