আর্জেন্টিনার কিংবদন্তি
ডিয়েগো ম্যারাডোনা,
ফুটবলের জাদুকর তিনি
সকলের তা জানা।
তিনি হলেন স্বপ্নের মানুষ
কোটি প্রাণের চাওয়া
ছিয়াশি সালের বিশ্বকাপ-
তাঁর নেতৃত্বেই পাওয়া।
আর্জেন্টিনা ফুটবল দলের
ভক্ত তার-ই জন্য,
তাঁর মতো খেলোয়াড় পেয়ে
ভক্তরা যে ধন্য।
ষাট বছরের হায়াত শেষে
চলে গেলেন তিনি,
তাঁর কৃতিত্বে আর্জেন্টিনা
থাকবে চির ঋণী।
তাঁর মৃত্যুতে ব্যথিত সব!
ভক্তরা নেই ভালো,
ভারাক্রান্ত মন সকলের
যেন আঁধার কালো।
সমস্বরে বলছি বিদায় হে-
কিংবদন্তি ম্যারাডোনা!
সবার হৃদয়ে থাকবেন যে
কখনো বিশ্ব ভুলবে না।
❑
বিদায় হে কিংবদন্তি ম্যারাডোনা
~ মোঃ শাহারুখ হোসেন


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন