অনন নামের এই ছেলেটা
দেখতে ভারি মিষ্টি।
রাস্তায় চলার সময় থাকে,
নিচের দিকে দৃষ্টি।
লাজুক ছেলে দেখে না তাই
কোনো মেয়ের পানে,
দেখতে ইচ্ছা করে কী না!
অনন ভালোই জানে।
বন্ধুবান্ধব সবার যে হয়-
প্রেম আর ভালোবাসা,
অননের মন চাইলেও তো
হয় না পূরণ আশা।
ওর তো ইচ্ছা করবে প্রেম
ঘুরবে পার্কে গিয়ে,
ফুসকা আর বাদাম খাবে
গার্লফ্রেন্ডকে নিয়ে।
কিন্তু অনন এতোই লাজুক
পারে না এসব করতে,
করবে কীভাবে! ভয় পায় সে-
মেয়ের পিছে ঘুরতে।
কলেজ লাইফ শেষের পথে
তবু অনন একা
আজও পায়নি অনন যে তার
প্রেয়সীর-ই দেখা
ভারাক্রান্ত মন নিয়ে তাই
চিন্তায় হচ্ছে বিভোর,
কবে আসবে প্রিয় মানুষ
খুলবে যে মনের দোর।
প্রেমের ইচ্ছা হয় না পূরণ
পায় না মেয়ের খবর!
একা একাই কাটাচ্ছে দিন
বুকে কষ্টের কবর।
❑
অননের প্রেমের ইচ্ছা
~ মোঃ শাহারুখ হোসেন
[কবিতাটি পরিচিত ছোটো ভাই অননকে নিয়ে লেখা, ছোটো ভাইয়ের প্রেমের ইচ্ছাকে কাব্যে রূপ দিলাম]


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন